Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও চার গ্রাহক পেলেন আকাশ ক্যাশব্যাফ অফার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ৫:২৯ পিএম

চলতি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে নতুন আকাশ ডিটিএইচ সংযোগ কিনে ক্যাশব্যাক অফার পেলেন আরও চার গ্রাহক। ক্যাশব্যাক অফারের আওতায় এ পর্যন্ত তিন সপ্তাহে ১২ জন গ্রাহকের হাতে চার লাখ টাকা হস্তান্তর করেছে আকাশ ডিটিএইচ। প্রথম পুরস্কার এক লাখ টাকাসহ পৃথক চারটি অফারের পুরস্কার মঙ্গলবার গ্রাহকদের হাতে তুলে দিয়েছে দেশের একমাত্র ডিটিএইচ সেবা প্রদানকারী বেক্সিমকো কমিউনিকেশন্স’র আকাশ।

ক্যাশব্যাক ক্যাম্পেইনের তৃতীয় সপ্তাহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা হলেন যথাক্রমে ময়মনসিংহের মো. জাহাঙ্গির আলম, ঢাকার আহসান উদ্দিন আহমেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জের অমিত ঘোষ। তাঁরা যথাক্রমে এক লাখ, বিশ হাজার এবং দশ হাজার টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন। ঢাকার গুলশানে আকাশ ডিটিএইচের প্রধান কার্যালয়ে তৃতীয় সপ্তাহের এ তিন বিজয়ীর কাছে পুরস্কার হস্তান্তর করা হয়। চতুর্থ বিজয়ী আকাশের আঞ্চলিক বিতরণ কেন্দ্র থেকে পুরস্কার গ্রহণ করেন।

চলতি মাসে গ্রাহকদের জন্য ক্যাশব্যাক অফার ক্যাম্পেইন চালু করেছে দেশের প্রথম ও একমাত্র বৈধ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ। প্রতি সপ্তাহে কুইজের সঠিক উত্তর দিয়ে গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী প্রতি সপ্তাহের প্রথম বিজয়ী গ্রাহক ১ লাখ টাকা পুরস্কার পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আকাশ

৬ ফেব্রুয়ারি, ২০২৩
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ