Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের ১১ যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চীনের ১১টি সামরিক বিমান রোববার তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে অর্থাৎ তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। চীনের দাবিকৃত দ্বীপটির কাছে বেইজিং সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, চীন তাইওয়ানের কাছে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদিও তা গত সপ্তাহের তুলনায় অনেক ছোট পরিসরে। তাইওয়ানের সরকার বলছে, চীন কখনোই দ্বীপটি শাসন করেনি। দ্বীপটি দাবি করার বা এর ভবিষ্যৎ নির্ধারণ করার কোনো অধিকার নেই, যা নির্ধারণ করতে পারে শুধু তাইওয়ানের জনগণই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনের ১১ যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ