মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজের ‘ময়দান’ ছাড়তে কেউই রাজি নয়। আর সেই ‘ময়দান’ দখলের আকাশেই যুদ্ধে জড়িয়ে পড়ে দুই ঈগল। উড়তে উড়তে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। আকাশে দুই শিকারির যুদ্ধের সেই বিরল দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
আজাদ সিংহ রাঠৌর নামে টুইটার গ্রাহকের অ্যাকাউন্টে সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতোমধ্যেই সেই ভিডিও ৪৩ লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি পাহাড়ি এলাকায় একটি ঈগল আচমকাই অন্য একটি ঈগলের উপর ঝাঁপিয়ে পড়ল।
এরপরই একটি আর একটির পা দিয়ে পরস্পরকে আঁকড়ে ধরে। সেই অবস্থানেই শূন্যে ডিগবাজি খেতে খেতে নিজেদের শক্তিপরীক্ষায় মেতে উঠে ঈগল দু’টি। প্রায় ২০ থেকে ৩০ ফুট উপর থেকে পাক খেতে খেতে মাটিতে পড়ার আগেই একে অপরকে ছেড়ে দেয়। সূত্র : এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।