Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কেনিয়ায় শাক-সবজি সাবাড় করছে পঙ্গপাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প‚র্ব আফ্রিকার দেশ কেনিয়ায় স¤প্রতি পঙ্গপালের হামলায় দেশটির ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা। গতকাল শুক্রবার জাতিসংঘের একটি সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু। নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করে জানায়, পঙ্গপালের হামলা প‚র্ব আফ্রিকার খাদ্যনিরাপত্তা ও জীবনযাত্রা হুমকিতে ফেলেছে। তারা দ্রæত আন্তর্জাতিক সহায়তার আহŸান জানায়। এফএও বলছে, পঙ্গপালগুলো ইয়েমেন থেকে আফ্রিকায় এসেছে এবং ইথিওপিয়া, ইরিত্রিয়া ও সোমালিয়ায় শস্যক্ষেত ধ্বংস করেছে। এতে হাজারো যাযাবর জাতিগোষ্ঠীর কৃষিজমি নষ্ট হয়েছে। ঈানিবায়ু পরিবর্তনের ফলে সাইক্লোন ও অতিবৃষ্টির ফলে প‚র্ব আফ্রিকায় পঙ্গপালের বংশবৃদ্ধির আদর্শ পরিবেশ সৃষ্টি হয়েছে। কোটি কোটি পঙ্গপাল কেনিয়ায় ছড়িয়ে পড়েছে এবং টনের পর টন সবুজ শাকসবজি, শস্য ও গাছের পাতা সাবাড় করেছে। দক্ষিণ সুদান ও উগান্ডা পঙ্গপালদের পরবর্তী গন্তব্য হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেনিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ