Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসমবয়সী প্রেম নিয়ে তোলপাড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভালোবাসার আসলে কোনো নির্দিষ্ট বয়স নেই। আর এই ভালোবাসা যে কোনো বাধাও মানে না তা বুঝিয়ে দিলেন ভারতের উত্তর প্রদেশের এক যুবক। প্রকাশ নগরের বাসিন্দা ২২ বছরের এই যুবক প্রেমে পড়েছেন ৬০ বছরের এক নারীর। শুধু প্রেমেই থেমে থাকেননি। মাঝে মধ্যেই তাকে নিয়ে ঘুরতে যান। ওই নারী সাত সন্তানের মা, আছে সাত নাতী-নাতনী। তিনিও ওই যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তার সঙ্গে ফের নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন।

এদিকে, তাদের এমন কর্মকাÐে আপত্তি তোলেন প্রতিবেশীরা। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ওই নারীর স্বামী ও ছেলে। প্রেমিককে আটক করা হয়েছে শুনেই থানায় ছুটে আসেন প্রেমিকা। সবিস্তারে তাদের প্রেমকাহিনি জানিয়ে পুলিশকে বলেন, তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যুবককে যেন এখনই জামিন দেওয়া হয়।
একই কথা বলেন ওই যুবকও। যদিও পুলিশ তাদের বারবার অনুরোধ করে যে, এই অসমবয়সী প্রেম সমাজ মানবে না। কিন্তু তারা সিদ্ধান্তে অনড়। এলাকায় সমস্যা তৈরি করছেন ওই যুবক, এই মর্মে পুলিশ তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। সঙ্গে ওই নারীকে এই আশ্বাসও দেওয়া হয়, তার প্রেমিকের বিরুদ্ধে কোনরকম গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না। তবে গল্পের পরবর্তী মোড় কোন দিকে নিয়েছে সে বিষয়ে অবশ্য এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ