Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কটিয়াদীতে স্কুল ছাত্রী অপহরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কটিয়াদীতে চেতনানাশক মেশানোর রসমালাই খাইয়ে অচেতন করার পর এক কিশোরীকে অপহরণ করা হয়েছে। তার বাড়ি মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামে। সে হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। অপহরণের পর ৮ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় মুমুরদিয়ার মজিবুর রহমানের ছেলে নাসির মিয়ার বিরুদ্ধে কটিয়াদী থানায় অপহরণ মামলা হয়েছে।
পুলিশ জানায়, কিশোরীর মা ও বাবা গাজীপুরে চাকরি করেন। তাদের মেয়ে দাদি ও চাচার সঙ্গে বাড়িতে থেকে লেখাপড়া করে। ১৩ জানুয়ারি বাড়ির পাশে মেলা চলছিল। পূর্বপরিকল্পিতভাবে রাত ১১টায় নাসির মেলা থেকে রসমালাই কিনে চেতনানাশক মেশায়। পরে তা নিয়ে কিশোরীর দাদির ঘরে যায়। এক পর্যায়ে মেলা থেকে রসমালাই এনেছি বলে দাদি ও নাতনিকে খাওয়ায়। এতে দু’জন অচেতন হয়ে পড়লে গভীর রাতে কিশোরীকে তুলে নিয়ে যায় নাসির। অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে পালিয়ে যায়। পরদিন বিকালে চাচা ঘটনা জানতে পেরে বাবা-মাকে জানান। শৈশবে নাসিরের বাবা-মার বিচ্ছেদ ঘটে। সে মায়ের সঙ্গে নানাবাড়ি বড় হয়। সে একাধিক বিয়ে করে এবং তুচ্ছ ঘটনায় বিবাহ বিচ্ছেদ ঘটে। বর্তমানে এক স্ত্রী বাড়িতে আছে।
মুমুরদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. ছেনু মিয়া জানান, নাসির লম্পট প্রকৃতির। কিছুদিন পরপর বিয়ে করে। কিন্তু সংসার দীর্ঘ মেয়াদী হয় না। অপহৃতাকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে জানান কটিয়াদী থানার ওসি এমএ জলিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধারের জন্য গাজীপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে পুলিশি অভিযান চালানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ