Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএএ নিয়ে সরকারের জবাব চায় ভাসুকো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। সিএএ সংশ্লিষ্ট ১৪৩টি আবেদনের জবাব দিতে কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের সময় দিয়েছে প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বুধবার শুনানি শেষে আদালতের আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ আইনটি নিয়ে অর্ন্তবর্তী আদেশ দেবে। ভারতের স¤প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সুপ্রিম কোর্টের (ভাসুকো) বুধবারের আদেশে স্পষ্ট যে, আইনটি নিয়ে সরকারের যুক্তি না শুনে কোনও আদেশ দেবেন না তারা। গত ডিসেম্বরে ভারতের নাগরিকত্ব আইনে সংশোধনী আনা হলে দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আইনটির বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে জমা পড়ে ১৪৩টি আবেদন। বুধবার এসব আবেদনের ওপর শুনানি শুরু হলে ভারতের অ্যাটর্নি জেনারেল আদালতে জানান, সরকারের কাছে মাত্র ৬০টি আবেদনের অনুলিপি পৌঁছেছে। বাকি অনুলিপি না পেলে এনিয়ে সরকারের মন্তব্য সম্ভব নয় বলে জানিয়ে আদালতের কাছে সময় প্রার্থনা করেন তিনি। এরপরেই আদালত চার সপ্তাহ সময় বেধে দেয়। আবেদনগুলোর পক্ষে শুনানিতে অংশ নিয়ে সিনিয়র আইনজীবী কপিল সিবাল আদালতকে সিএএ-র ওপর স্থগিতাদেশ জারির আবেদন করেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিএএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ