Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসে তানজীব সারোয়ারের গান

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

আগামী ভালোবাসা দিবসে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ইউটিউবে প্রকাশ হতে যাচ্ছে সঙ্গীতশিল্পী তানজীব সারোয়ারের ভালোবাসা দিবসের বিশেষ গান ‘ডুবে ডুবে’। গানটি লিখেছেন এবং সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটিতে তানজীব সারোয়ারের সঙ্গে মডেল হয়েছেন সৌমী। তানজীব সারোয়ার বলেন, ‘ডুবে ডুবে গানটি আমার গাওয়ায় অন্যতম একটি সেরা গান। গানটির কথা, সুর সঙ্গীতায়োজন এবং সর্বোপরি গানটির মিউজিক ভিডিও অনেক যত্ম নিয়ে করা। আমি গানটি নিয়ে খুবই আশাবাদী। বাকীটা শ্রোতা-দর্শকের পছন্দের উপর নির্ভর করছে।’ তানজীব সায়োয়ার জানান, ভালোবাসা দিবসের পরপরই তার নিজের লেখা ও সুর করা এবং বিবেকের সঙ্গীতায়োজনে পূজার সঙ্গে ‘ফানুস’ নামের নতুন আরো একটি গান প্রকাশিত হবে। এছাড়াও নাটকের একটি নতুন গান প্রকাশিত হবে। এদিকে স্টেজ মৌসুমেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তানজীব। চলতি মাসের শেষ দিকে তিনি সিলেটে ও কুমিল্লাতে স্টেজ শো’তে পারফর্ম করবেন। তানজীব সারোয়ারের প্রথম গান ছিলো ‘মেঘ ও মিলন’। গানটির কথা ও সুর ছিলো তার নিজের। সঙ্গীতায়োজন করেছিলেন রাফা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ