মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামরিক টুপির নিচে হিজাব পরায় অভিযুক্ত করা এক মুসলমান নারী অফিসারকে খালাস করে দিয়েছে দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী। বুধবার আইনজীবীদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। ২০১৮ সালের জুনে মেজর ফাতিমা আইজ্যাকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল। উর্দি পরার সময় হিজাব সরাতে ঊর্ধ্বতনের আইনসঙ্গত নির্দেশ অমান্য করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কিন্তু তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়েছেন কেপটাউনের কাছেই ক্যাশল অব গুড হোপে একটি সামরিক আদালত। সেনাবাহিনী এখন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী জানায়, তারা তাকে হিজাব পরতে অনুমতি দেবে। এমন হিজাব পরতে হবে, যাতে তার কান ঢেকে না যায় এবং সেটি অবশ্যই রঙে সাধারণ হতে হবে। ওই সেনা কর্মকর্তার আইনজীবী অ্যামি লিয়া ফেইন বলেন, কিছু বিধিনিষেধ মানার শর্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।