প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মেঘনা গুলজারের পরিচালনায় ‘স্যাম বাহাদুর’ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে অভিনেত্রী ফাতিমা সানা শেখ তার ক্যারিয়ারে এক মাইলফলক বলে গণ্য করেন। ‘স্যাম বাহাদুর’ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বদানকারী ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র জীবনী চলচ্চিত্র, যাকে ভারতের সবচেয়ে সাহসী সমরনায়ক মনে করা হয়। ‘স্যাম বাহাদুর’ ফিল্মে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন ভিকি কৌশল, ফাতিমা অভিনয় করবেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। ফাতিমা সানা শেখ মেঘনা নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মেঘনা গুলজার ‘রাজি’, ‘ছাপাক’ এবং ‘তালওয়ার’ ফিল্মগুলো পরিচালনা করেছেন। “তিনি পথিকৃৎ পরিচালক, আমি দীর্ঘ দিন থার কাজ দেখে এসেছি আর পছন্দ করি। তার সঙ্গে কাজ করাকে আমি এক মাইলফলক বলে মনে করছি। আমি কাজ শুরু করার অপেক্ষায় আছি, আশা করি ‘স্যাম বাহাদুর’-এর কাজ উপভোগ করব,” ফাতিমা (২৭) বলেন। রনি স্ক্রুওয়ালার প্রযোজনায় ‘স্যাম বাহাদুর’ ফিল্মে ফাতিমার ‘দাঙ্গাল’ সহতারকা সানিয়া মালহোত্রা মানেকশ’র স্ত্রী সিল্লুর ভূমিকায় অভিনয় করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।