মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) নিয়ে আন্দোলনে উত্তাল ভারত। তার মধ্যেই একটা অংশ সিএএ, এনআরসি, এনপিআর-কে সমর্থনও করছেন। সেই ‘দ্বন্দ্ব’কে কাজে লাগিয়ে আর্থিক মুনাফাও কামিয়ে নিতে চাইছে কোনও কোনও ব্যবসায়িক সংস্থা!
অনলাইন শপিং সাইট অ্যামাজন ডট ইন-এ যেমন বিক্রি হচ্ছে সিএএ, এনআরসি, এনপিআর শব্দ তিনটি লেখা টি-শার্ট। তাতে দু’রকমেরই অপশন রয়েছে। কেউ যদি সিএএ, এনআরসি, এনপিআর সমর্থন করেন, তাদের জন্যও যেমন রয়েছে, তেমন বিরোধীদের জন্যও রয়েছে টি-শার্ট। সাদার উপর ইংরেজিতে কালো কালিতে লেখা তিনটি শব্দ—সিএএ, এনআরসি, এনপিআর। যাঁরা সমর্থন করেন তাদের জন্য ওই তিন শব্দের উপর সবুজ রঙের ‘টিক’ চিহ্ন দেয়া টি-শার্টটি। আর যাঁরা বিরোধী শিবিরে তাদের জন্য সিএএ, এনআরসি, এনপিআর-এর উপর লাল রঙের একটি কোণাকুণি দাগ টানা রয়েছে।
অ্যামাজনের অন্যান্য প্রোডাক্টের মতো এই দুই ধরনের টি-শার্টের নীচেও রেটিং দেয়ার সুযোগ রয়েছে। আর অ্যামাজন ডট ইন সাইটেও এই কাস্টমার্স রেটিংয়ের দিক থেকে এগিয়ে সিএএ, এনআরসি, এনপিআর বিরোধীরা। সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী ছাপ মারা টি-শার্টে যেখানে রেটিং পড়েছে ৫-এর মধ্যে ৩.৩, সেখানে সমর্থনের টি-শার্টে রেটিং মাত্র ১। একই কোম্পানির তৈরি এই টি-শার্টের গুণমানের তফাৎ না হওয়াই স্বাভাবিক। তা-ও কাস্টমার রেটিংয়ে পিছিয়ে পড়ছে সবুজ টিকওয়ালা টি-শার্ট। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।