Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি হাসপাতালে আউট সোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ৩:২২ পিএম

গত ১ জানুয়ারি ২০২০ থেকে ২১ জানুয়ারি ২০২০ পর্যন্ত কর্মচারীদের ন্যায়সঙ্গত ৫দফা দাবি মানার জন্য বিক্ষোভ সমাবেশ থেকে কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে অদ্যাবধি কর্মচারীদের প্রাণের দাবি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে আউট সোর্সিং প্রথা বাতিল করে রাজস্ব খাতে কর্মচারী নিয়োগের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তাই আজ এই বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের ন্যায়সঙ্গত ৫দফা দাবি মানার লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি যে, আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগরীর সকল হাসপাতালে প্রতিদিন সকাল ১১.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত জমায়েত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে।

২৫ ফেব্রুয়ারির মধ্যে কর্মচারীদের ন্যায়সঙ্গত ৫দফা দাবি না মানলে বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে সারা বাংলাদেশে স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন সভার সংগ্রামী সভাপতি মো. আবু সাইদ মিয়া। বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন Ñ সর্ব জনাব এম এ হান্নান (সভাপতি বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতি, কার্যকরী সভাপতি বাংলাদেশ সমন্বয় পরিষদ), এস এম আব্দুর রব (সভাপতি তৃককস, ঢামেকহা), মো. হেলাল উদ্দিন (বাংলাদেশ চতুর্থ শ্রেণি স্বাস্থ্য বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক), মো. শহিদুল ইসলাম (জাতীয় হৃদারোগ ইনস্টিটিউট ও হাসপাতাল), মো. নাসির উদ্দিন (চতুর্থ শ্রেণির সভাপতি বক্ষব্যাধি হাসপাতাল), মো. মোজাফফর হোসেন বাবুল (সভাপতি চতুর্থ শ্রেণি, মিটফোর্ড হাসপাতাল), মো. মনির হোসেন (সাধারণ সম্পাদক চতুর্থ শ্রেণি, মিটফোর্ড হাসপাতাল), মো. লতিফ গাজী (শহীদ সোহরাওয়ার্দী হৃদরোগ মেডিকেল কলেজ হাসপাতাল), মো. আবুল হাশেম শান্তি (সাধারণ সম্পাদক চতুর্থ শ্রেণি, সংক্রামক ব্যাধি হাসপাতাল), মো. কামাল মল্লিক (সভাপতি ক্যান্সার হাসপাতাল, মহাখালী), মো. হাসমত আলী মোল্লাহ (সভাপতি আইপিএইচ), মো. জামাল হোসেন (সাধারণ সম্পাদক বক্ষব্যাধি হাসপাতাল), জয়নাল আবেদিন (সভাপতি মানসিক হাসপাতাল), মাহবুব আলম (সাধারণ সম্পাদক মানসিক হাসপাতাল)। এছাড়াও বক্তব্য রাখেন মো. রমিজ মিয়া। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. শিপন মিয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতি, ঢামেকহা। সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মসূচি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ