Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে গুডস হিল ঘেরাও কর্মসূচি কাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ৮:৫২ পিএম | আপডেট : ৮:৫৪ পিএম, ২৮ অক্টোবর, ২০২২

বিএনপি নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পৈত্রিক নিবাস নগরীর ‘গুডস হিল’ ঘেরাওয়ের কর্মসূচি আগামী কাল শনিবার। কর্মসূচির আগে শুক্রবার নগরীতে মশাল মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে মশাল মিছিল নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংগঠনের মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব কামরুল হুদা পাভেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তাান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল, সংগঠনের মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সদস্য আশরাফুল হক চৌধুরী, রিপন চৌধুরী, সৈয়দ মইনুল আলম সৌরভ, এস এম ইশতিয়াক আহমেদ রুমি, মেজবাহ উদ্দিন আজাদ, জয়নুদ্দিন জয়, সায়কা দোস্ত, মোহাম্মদ মোস্তাকিম জুলফিকার, আমিনুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম, নিলয় সুকুল অনিক, নুরুল আলম, সগির আহমেদ। সমাবেশ থেকে শনিবার (২৯ অক্টোবর) সকালে গুডস হিল ঘেরাও কর্মসূচি সফল করার আহবান জানান সংগঠনের নেতারা। গত ১২ অক্টোবর চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। বক্তব্যে তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘ক্ষমতা ছাড়ার পর একা বাড়ি ফিরতে পারবেন না। সকল শহীদদের কবরে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হবে।’ তিনি ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। এর প্রতিবাদে গত ১৮ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে হুম্মাম কাদের চৌধুরীকে ক্ষমা চাওয়ার জন্য সাতদিনের সময় বেঁধে দেয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। অন্যথায় গুডস হিল ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনটির নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মসূচি কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ