Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিটির সেরা সজিব-সোমা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ফেডারেশন কাপ র‌্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতার পুরুষ এককে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুফরাদুল খায়ের হামজা সজিব ও নারী এককে ঢাকা আবাহনী লিমিটেডের সোনম সুলতানা সোমা চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের ফাইনালে শীর্ষ র‌্যাঙ্কিংধারী দেশসেরা খেলোয়াড় শেখ রাসেলের মানস চৌধুরীকে ৩-৪ সেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হন একই দলের সজিব। তিনি ৯-১১, ৩-১১, ১১-৯, ১২-১০, ১১-৯, ৭-১১ ও ১২-১০ পয়েন্টে হারান মানসকে। এদিকে নারী এককের ফাইনালে আবাহনীর সোনম সুলতানা সোমা ৪-২ সেটে বাংলাদেশ সেনাবাহিনীর নওরিন সুলতানা মাহিকে হারিয়ে শিরোপা জিতে নেন। সোমা ৫-১১, ১১-৮, ৮-১১, ১১-৭, ১১-৫ ও ১১-৬ পয়েন্টে হারান মাহিকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিটি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ