নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে আইপিএলকেই এখন বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বলা চলে। আইপিএলের অর্থের ঝনঝনানি উপেক্ষা করা বৈশ্বিক তারকাদের কাছে একটু কষ্টকরই বটে। যে কারণে বিশ্বের মানসম্পন্ন খেলোয়াড়দের প্রথম পছন্দ আইপিএল। সে তুলনায় পিএসএল একটু পিছিয়েই আছে। কিন্তু সেটা মনে হচ্ছে না আব্দুল রাজ্জাকের। পাকিস্তানি অলরাউন্ডারের মতে, আইপিএল আর পিএসএলের সেরা খেলোয়াড়দের নিয়ে দুটি ভিন্ন ভিন্ন দল বানালে ম্যাচ শেষে জয়ের হাসি পিএসএল এর খেলোয়াড়েরাই হাসবেন, ‘আইপিএলের সেরা খেলোয়াড়দের নিয়ে যদি একটা একাদশ বানানো হয়, ওদিকে পিএসএলের সেরা খেলোয়াড়দের নিয়ে যদি আরেকটা দল বানানো হয়, তাদের মধ্যে খেলা হলে পিএসএল এর একাদশটাই জিতবে।’
কিছুদিন আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার যশপ্রীত বুমরাকে ‘বাচ্চা বোলার’ বলে যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিলেন রাজ্জাক। বুমরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার। টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে পঞ্চম। বৈচিত্র্যময় অ্যাকশন, গতি, লাইন-লেংথ, মুভমেন্ট কিংবা ইয়র্কারেও অপ্রতিদ্ব›দ্বী হয়ে উঠেছেন বুমরা। ‘ডেথ ওভার’-এ গত কয়েক বছরে তার মতো কার্যকর বোলার দেখা যায়নি বললেই চলে। কিন্তু রাজ্জাকের চোখে বুমরা বিশেষ কোনো বোলারই না। এখনো খেলা চালিয়ে গেলে ভারতীয় পেসারকে সামলাতে কোনো সমস্যাই হতো না রাজ্জাকের!
বলেছেন, ‘নিজের সময়ে বিশ্বসেরা বোলারদের খেলেছি। তাই বুমরার মতো বোলারকে খেলতে কোনো সমস্যা হতো না। চাপটা তার ওপরেই থাকত। ওয়াসিম আকরাম আর গেøন ম্যাকগ্রার মতো বোলারদের বিপক্ষে খেলেছি। তাই বুমরা আমার কাছে শিশু, তাকে খুব সহজেই আক্রমণ করতে পারতাম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।