Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবর থেকে আরও দুই লাশ উত্তোলন

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট বাজারে রফিক হোমিও হল থেকে স্পিরিট পান করে ৬ জনের মৃত্যুর ঘটনায় দাফনের ৩ মাস ২৪দিন পর ময়নাতদন্ত ছাড়া দাফন করা ৪ জনের মধ্যে দুই জনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল খালেক (৭১) ও বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের মৃত আব্দুর রহমানের ছেলে ওমর ফারুক লিটন (৫০) এর পারিবারিক কবরস্থান থেকে লাশ দুটি উত্তোলন করা হয়। উত্তোলনের পর লাশ দু’টি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুনজ্জামান খান ও কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এর আগে সোমবার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে ড্রাইভার মহিন উদ্দিন ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাগান বাড়ির পার্শ্বে মৃত রইসুল হকের ছেলে সবুজ (৪৫) এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর রাতে বসুরহাট পৌরসভার রফিক হোমিও হল থেকে র‌্যাক্টিফাইড স্পিরিট পান করে নূর নবী মানিক, ওমর ফারুক লিটন, রবি লাল দে, মো. সবুজ, মহিন উদ্দিন ড্রাইভার ও আবদুল খালেকসহ ৬ জন মৃত্যুবরণ করে। নূর নবী মানিক ও রবি লাল দে’র লাশের ময়নাতদন্ত শেষে দাফন ও সৎকার করা হয়েছিল। অপর ৪ জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করায় আদালতের নির্দেশে তাদের লাশ উত্তোলন করার বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে আদেশ দিয়েছেন। স্পিরিট পানে ৬জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত রফিক হোমিও হলের মালিক ডাক্তার সৈয়দ জাহেদ উল্যাহ ও তার ছেলে সৈয়দ মিজানুর রহমান প্রিয়ম বর্তমানে নোয়াখালী কারাগারে রয়েছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ