Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে আইনজীবী সহকারীদের বিক্ষোভ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ফরিদপুরে আইনজীবি সহকারী কাউন্সিল (ল-ক্লার্ক) আইন পাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর আইনজীবি সহকারি সমিতির নেতাকর্মী ও সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় ফরিদপুর কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর আইনজীবি সহকারি সমিতির সভাপতি হায়দার আলি মিয়া, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব সরকারসহ কমিটির নেতারা। এসময় তারা বলেন, আমাদের প্রাণের দাবি আইনজীবি সহকারী কাউন্সিল (ল-ক্লার্ক) আইন অবিলম্বে পাশ করার উদ্যোগ সরকারকে নিতে হবে। আর এই আইন বাস্তবায়ন না করা হলে আমরা আরো বড় কর্মসূচি ঘোষণা করবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ