Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাতিলে মিন্নির আবেদন খারিজ হাইকোর্টে

রিফাত হত্যা মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিল চেয়ে বরগুনায় নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আবেদন উত্থাপিত হয়নি-মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। তবে অন্য কোনো বেঞ্চে আবেদনটি দাখিল করবেন বলে জানান মিন্নির আইনজীবী জেড আই খান পান্না।

গত ১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নিসহ ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন বিচারক মো. আছাদুজ্জামান। অন্য আসামিরা রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) এবং কামরুল ইসলাম সাইমুন (২১)। এ অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে আবেদন করেন।

প্রসঙ্গত: গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজ গেটের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে জখম করেন সন্ত্রাসীরা। এ সময় রিফাতের স্ত্রী মিন্নি তাকে রক্ষায় প্রাণপণ চেষ্টা চালায়। মিন্নি তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রিফাত। মামলাটির তদন্তকালে মিন্নিকে আসামি করা হয়। হাইকোর্টের আদেশে মিন্নি বর্তমানে শর্তসাপেক্ষে জামিনে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ