Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিল্কীর কথা-সুরে আকাশবাড়ির ৬ গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

তৌহিদুল আলম মিল্কী পেশায় ব্যবসায়ী হলেও গান-কবিতায় বিচরণ শৈশব থেকে। গান লিখতেন, সুর দিতেন। সেই গান বন্ধু-বান্ধবদের গেয়ে শোনাতেন, মতামত নিতেন কেমন হচ্ছে? ঐ গানগুলোর একটা খন্ড কবিতার রূপ নিয়ে ১৯৮৯ সালের বই মেলায় ‘যে আমি শুধুই তোমার’ শিরোনামে প্রকাশিত হয়েছিলো তার একটি কাব্যগ্রন্থ। তবে শিক্ষাজীবন এবং পারিবারিক ব্যবসার দায়িত্বে জড়িয়ে পড়ায় গান ও কবিতায় সময় দিতে পারেননি। তবে যখনই সময় পেয়েছেন চর্চা চালিয়ে গেছেন। কবিতা আর গান লিখে রাখতেন ব্যক্তিগত ডায়রীতে। সেখান থেকে বাছাই করা কিছু গান প্রকাশের প্রস্তুতি নিয়েছেন মিল্কী। সম্প্রতি হালের জনপ্রিয় কয়েকজন শিল্পীর কণ্ঠস্থ হয়েছে তার লেখা এবং সুরারোপিত ৬টি গান। গানগুলো প্রকাশের জন্য নতুন প্লাটফর্মও বানিয়েছেন তিনি। নাম দিয়েছে ‘আকাশবাড়ী কমিউনিকেশনস’। এটি হলিডে ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল কোম্পানী আকাশবাড়ি হলিডেজ-এর অংগ প্রতিষ্ঠান। তিনি এই দুই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার লেখা, সুর এবং সঙ্গীত পরিচালনায় ৬টি গান মুক্তি পাচ্ছে আকাশবাড়ি কমিউনিকেশনস-এর ইউটিউব চ্যানেলে। বেলাল খান, এফ এ সুমন, সুফি গানের শিল্পী শফি মন্ডল এবং পলাশের কণ্ঠে রেকর্ড করা হয়েছে ৫টি গান, মিল্কী নিজেও গেয়েছেন একটি। গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন তমাল হাসান। বেলাল খানের কণ্ঠে ‘আমি একটু একটু করে.. যাচ্ছি দূরে সরে’ শীর্ষক গানটি ইতোমধ্যেই মুক্তি পেয়েছে আকাশবাড়ির ইউটিউব চ্যানেলে। বাকীগুলো মুক্তির অপেক্ষায়। আজকালের মধ্যেই মুক্তি পেয়ে যাবে। মিল্কী বলেন, ‘আকাশবাড়ী কমিউনিকেশনস সবার জন্য। এটি প্রফেশনাল অ্যাঙ্গেলেই মুভ করবে। পেশাদার জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল এবং গান নিয়ে যারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য সর্বোচ্চ সুযোগ প্রদানের একটি প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম পরিচালনা করবে আকাশবাড়ী কমউিনিকেশনস। আমি যতদূর জানি গানের বাজার আর আগের মত নেই। প্রযুক্তিগত কারণে গানের অ্যালবাম এখন সিঙ্গেল ট্র্যাক হয়ে গেছে। আমি এই ধারাতেই কাজ করবো এবং বিনিয়োগ করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ