Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের উপর বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ২:০৫ পিএম

রাজধানীতে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ।

আসামিরা গুলিস্তান, মালিবাগ, সাইন্স্যাল্যাবসহ ঢাকা শহরের ৫টি স্থানে পুলিশের উপর বোমা হামলার মূল পরিকল্পনাকারি বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- জামাল উদ্দিন রফিক ও আনোয়ার হোসেন। এ সময় তাদের হেফাজত হতে ৪টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা নব্য জেএমবির সক্রিয় সদস্য এবং ঢাকা শহরে পুলিশের উপর ৫টি স্থানে বোমা হামলার সাথে সরাসরি জড়িত।

গ্রেপ্তারকৃত রফিক এর নেতৃত্বে গত ২৯/০৪/২০১৯ তারিখ গুলিস্তান, ২৬/০৫/২০১৯ তারিখ মালিবাগ, ২৩/০৭/২০১৯ তারিখ পল্টন মোড় ও খামারবাড়ি এবং সর্বশেষ ৩১/০৮/২০১৯ তারিখ সাইন্সল্যাব মোড়ে পুলিশের উপর বোমা হামলা করে। পুলিশের উপর নিক্ষিপ্ত বোমাগুলো রফিক তার বাড়িতে তৈরি করেছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ