Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে পলাতক দুই জেএমবি সদস্য গ্রেফতার

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১০:১১ পিএম

ময়মনসিংহে অভিযান চালিয়ে পলাতক থাকা জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

আটককৃতরা হলেন- আনাম আলী (২৪) ও ইউসুফ আলী (৩৫)।

শুক্রবার বিকেল ৫ টায় নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সন্ধ্যায় র‍্যাব-১৪'র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. তফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, তারা নগরের চরপাড়া এলাকায় আত্মগোপন করে আছে এবং গোপনে নাশকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪'র সদর ব্যাটালিয়নের একটি দল শুক্রবার বিকেল ৫ টায় ওই এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র ওই দুই সদস্যকে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ