বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলার রাণীশংকৈল উপজেলার অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভরনিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়রা জানান, পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ সহিদুল এবং ইমদাদ আলী নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সহিদুল ও ইমদাদ সম্পর্কে আপন ২ ভাই, এদের বাড়ি উপজেলার ভরনীয়া গ্রামে।
স্থানীয়রা আরো জানায়, ওই নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় আত্মগোপন করেছিল।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল বৃহস্পতিবার ঘটনা নিশ্চিত করে বলেন, এখনো অভিযান চলমান রয়েছে। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে সহকারি পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল বিস্তারিত জানাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।