Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত চার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের গ্র্যান্টসভিলে শহরের একটি বাসায় শুক্রবার এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর স্থানীয় গণমাধ্যম সিএনএনের। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং এক সন্দেহভাজন পুলিশের হেফাজতে আছেন। গ্র্যান্টসভিলে পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা রোন্ডা ফিল্ডস জানান, তদন্তকারীদের মতে এই একজনই গুলি চালিয়েছেন। তাই এখানকার বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই উল্লেখ করেন ফিল্ডস। স্থানীয় পুলিশের হেফাজতে থাকা সন্দেহভাজন এবং হতাহতদের নাম ও বয়স প্রকাশ করেননি এই নারী কর্মকর্তা। আটককৃত ও হতাহতরা একে অন্যের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও জানাননি ফিল্ডস। তিনি জানান, তারা হতাহতদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। উল্লেখ্য, এই শহরে প্রায় ১১ হাজার মানুষের বাস। সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ