বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের গৌরীপুরে খেলা নিয়ে দুই শিশু ছেলের ঝগড়াকে কেন্দ্র করে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পিতা আরিফুল ইসলাম হীরা(৩৫)। রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। জানা যায়, নিহত হীরা গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়ার এলাকার মৃত আবু তালেবের পুত্র।
নিহতের ছোট ভাই আশিকুল ইসলাম মানিক জানান, গত ১২ জানুয়ারী তার বড় ভাইয়ের ছেলে জিহান (৮)কে প্রতিবেশী লাল মিয়ার ছেলে পিয়েল (১৩) খেলাধূলার সময় মারধর করে। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় লাল মিয়ার সাথে হীরার বাকবিতন্ডার হয়। রাত ১১ টার দিকে বাড়ি ফেরার পথে লাল মিয়ার নেতৃত্বে একদল অস্ত্রধারী হীরার উপর অতর্কিতে হামলা চালিয়ে মারাত্মক আহত করে। পরে গুরুতর আহত হীরা ও মানিককে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হীরার অবস্থা আরো সংকটাপন্ন হওয়ায় হীরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তাকে একটি প্রাইভেট হাসপাতালে আইসিওতে রাখা হলে রবিবার ভোরে মারা যান হীরা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঘটনার পর থেকে হামলাকারী প্রতিপক্ষরা পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।