Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতেই নতুন শিক্ষানীতির প্রণয়ন -শিক্ষা মন্ত্রী

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আশুলিয়া সংবাদদাতা : নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা উল্লেখ করে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছে, আমরা এত দিন যে চলমান গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় পড়ে আসছি, ওই শিক্ষায় ও পড়ালেখায় আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলা যাবে না। তারা এই দেশ গড়ে তুলবেন, ভবিষৎতে নেতৃত্ব দিবেন তাই নতুন শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে এবং সেটা বাস্তবায়নও হচ্ছে। গতকাল রোববার দুপুরে আশুলিয়ার বাইপাইললে বিএনসিসি প্রশিক্ষণ মাঠে রমনা রেজিমেন্টর রেজিমেন্টাল ট্রেনিং এক্সারসাইজ ২০১৬ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথীর বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, আজকের যুগে মানুষের হাতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি। যারা এই আধুনিক জ্ঞান ও প্রযুক্তি আয়ত্ব করতে পেরেছে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পেরেছে এবং যারা এটাকে বাস্তবে প্রয়োগ করতে পেরেছে তারাই এগিয়ে যাচ্ছে। আমরাও সেই পথে এগিয়ে যেতে চাই। এছাড়া মন্ত্রী হাজার বছরের মধ্যে বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংস্পূর্ণ উল্লেখ করে আরও বলেন, এই প্রথম এবার আমরা নিজেদের খাবার মজুদ রেখে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন খাদ্য বিদেশে বিক্রি করেছি। বাংলাদেশে পরিশ্রম করলে সবই সম্ভব উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্য সেবা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে পিছনে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হারও ছিল সবচেয়ে বেশী। কিন্তু বিগত ৬ বছরের প্রচেষ্টায় বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। যেখান থেকে বিনামূল্যে ২৮ প্রকার ওষুধ পাচ্ছে সাধারণ গ্রামীণ মানুষ। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন নিয়ে মন্ত্রী আরও বলেন, আগে মানুষ টাকা দিয়ে বই কিনতে পারতেন না। ৩-৪ মাস লেগে যেত বই সংগ্রহ করতে। আর সেখানে বর্তমান সরকার বিগত ৬ বছর যাবৎ শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। গত ১৯ জানুয়ারী শুরু হওয়া এই ট্রেনিং এক্সারসাইজ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়। এ প্রশিক্ষণে ১০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০৫ জন পুরুষ ও মহিলা প্রশিক্ষণার্থী অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ