Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সউদী উপকূলে ফ্রান্সের রাডার, বিমানবাহী জাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ৯:৫৩ এএম

এবার মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে সউদী আরবের পূর্ব উপকূলে রাডার ব্যবস্থা এবং একটি বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে ফ্রান্স। ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং মধ্যপ্রাচ্য মারাত্মক অস্থিতিশীল অবস্থায় রয়েছে ঠিক তখনই এই পদক্ষেপ নিয়েছে ফ্রান্স।

ফ্রান্সের সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল জানিয়েছেন, জাগুয়ার টাস্কফোর্স মিশনের অংশ হিসেবে একটি সৌদি আরবের পূর্ব উপকূলে একটি রাডার ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলাপের সময় জানান, “আরব উপদ্বীপ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে যেখানে প্রচন্ড রকমের উত্তেজনা বিরাজ করছে সেখানে আমরা একটা রেকর্ড সময়ে জাগুয়ার টাস্ক ফোর্স মোতায়েন করেছি। এর মাধ্যমে আমরা সউদী সরকারকে তাদের প্রতি আমাদের সমর্থনের বিষয়ে আশ্বস্ত করছি।”

তিনি ওইদিন ঘোষণা করেন, ফ্রান্স চার্লস দ্য গল বিমানবাহী জাহাজটি মোতায়েন করছে যা মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে দায়েশ-বিরোধী লড়াইয়ে যোগ দেবে। ম্যাকরন জানান, বিমানবাহী জাহাজটি মধ্যপ্রাচ্যে চলতি জানুয়ারি মাস থেকে আগামী এপ্রিল মাস পর্যন্ত ‘চামাল অপারেশনে’ যোগ দেবে। আটলান্টিক মহাসাগর থেকে উত্তর সাগর পর্যন্ত এই অভিযান চলবে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ