Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিপিনের বক্তব্যের সমালোচনায় ওয়াইসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কাশ্মীরি শিশুদের জন্য ‘মৌলবাদ সৃষ্টি প্রতিহত’ করার শিবির চালু করতে ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত যে বক্তব্য দিয়েছেন তার তীব্র সমালোচনা করেছেন পার্লামেন্ট সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ মুসলিমিনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি। নয়া দিল্লিতে রাইসিনা সংলাপে রাওয়াত ওই বক্তব্য দেন। ওয়াইসি বলেন, ওইসব মানুষের জন্য ডি-রেডিক্যালাইজেশন বা মৌলবাদী মনোভাবের পরিবর্তন প্রয়োজন যারা সাম্প্রতিক সময়ে নিরপরাধ ও সংখ্যালঘু সম্প্রদায়ের গরীব লোকজনকে পিটিয়ে মারছে। চলমান পৌর নির্বাচন উপলক্ষে আদিলাবাদ জেলা সদরদফতরে আয়োজিত এক বিশাল সমাবেশে এআইএমআইএম নেতা বলেন শিশুদের মৌলবাদী মনোভাবের পরিবর্তনের কথা না বলে বড় মানুষের মৌলবাদী মনোভাবের পরিবর্তন করুন। এ সময় তিনি তার বক্তব্যের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে পিটিয়ে মানুষ হত্যার ঘটনাগুলো তুলে ধরেন। রেডিক্যালাজেশন সম্পর্কে আরো বলতে গিয়ে ওয়াইসি আসামের উদাহরণ তুলে ধরেন। সেখানে পাঁচ লাখ আসামীয় ও সম সংখ্যক মুসলমানকে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ দেয়া হয়েছে। তিনি বলেন, আসামীয়রা নতুন নাগরিকত্ব আইনের কারণে নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু বৈষম্যমূলক সিএএ আইনের কারণে মুসলমানরা সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা বৈষম্য করছে তারাই কি এখন মুসলমানদের মধ্যে রেডিক্যালাইজেশন বন্ধ করবে? তিনি বলেন, সিএএ-তে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হয়েছে। এটা স্পষ্ট। যাদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে তারা চরমপন্থার দিকে ঝুঁকতে বাধ্য। দি হিন্দু, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ