Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-শ্রীলঙ্কা ডু অর ডাই ম্যাচ রোববার!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ৭:২৩ পিএম

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ-শ্রীলঙ্কা ডু অর ডাই ম্যাচ রোববার। ‘এ’ গ্রুপের এই ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে। আসরের সেমিফাইনালে খেলতে হলে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জিততেই হবে স্বাগতিকদের। যদি ম্যাচ ড্র হয় তবে বাধা পেরুতে হবে টাইব্রেকারে জিতে। এর আগে দু’দলই নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে। রোববারের ম্যাচ ড্র হলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের পয়েন্ট, গোল ব্যবধান এবং হেড টু হেড সমান হবে। ফলে শেষ চারের দল বেছে নিতে সরাসরি টাইব্রেকারের আশ্রয় নেবে আয়োজকরা। তবে বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে ম্যাচের নির্ধারিত সময়েই ফলাফল বের করার ব্যাপারে আশাবাদী। তিনি শনিবার বলেন,‘আমরা সেমিফাইনাল খেলতে চাই। আমার ফুটবলাররা প্রস্তুত রয়েছে ম্যাচের জন্য।’
কিন্তু ম্যাচের আগে কোচের চিন্তার ভাজ অধিনায়ক জামাল ভূইয়া। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা ইনজুরিতে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক। জামালের ইনজুরির জন্য ম্যাচের আগে দুপুর পর্যন্ত অপেক্ষা করবেন কোচ জেমি। এ প্রসঙ্গে তার কথা,‘জামাল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সম্পূর্ণ ফিট হওয়ার জন্য আমরা আরো অপেক্ষা করব। তবে আমরা ফিট খেলোয়াড় নিয়েই লড়াইয়ে নামব। জামাল খেলার উপযুক্ত না থাকলে একাদশে পরিবর্তন আসবে।’
ফিলিস্তিনের বিপক্ষে শ্রীলংকা ০-২ গোলে হারলেও ম্যাচের স্কোর লাইনে তাদের পারফরম্যান্স বোঝা যায় না। বাংলাদেশের কোচও সেটি মানেন,‘ওরা ফিলিস্তিনের বিপক্ষে যথেষ্ট ভালো খেলেছে। তাদের রক্ষণভাগ অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি গতিশীল ফরোয়ার্ড রয়েছে তাদের।’ এদিকে লঙ্কান কোচ পাকির আলীর সেকেন্ড হোম বাংলাদেশ। ঢাকার মাঠে আবাহনীর জার্সি গায়ে অনেকগুলো ম্যাচ খেলেছেন তিনি। শ্রীলঙ্কার কোচ হিসেবে যশোর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে জয়ের রেকর্ডও রয়েছে পাকির আলীর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে কোচ হিসেবে প্রথম লড়বেন তিনি। তাই কিছুটা রোমাঞ্চিত পাকির আলী,‘বাংলাদেশ আমার দ্বিতীয় হোম। পেশাদারভাবে আমি চাই শ্রীলঙ্কাই জিতুক।’
ম্যাচ নিয়ে তিনি বলেন,‘সেমিফাইনালে খেলার জন্য এ ম্যাচে জয়ের বিকল্প নেই। আমরা জিততেই মাঠে নামব।’
শ্রীলঙ্কাকে ৪৮ ঘন্টার ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে। বাংলাদেশ চার দিন বিশ্রাম পেয়েছে। রিকভারির দিক থেকে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকবে বলে স্বীকার করেন দুই কোচই।
বাংলাদেশ দল সম্পর্কে পাকির আলীর পর্যবেক্ষণ,‘ফিলিস্তিনের বিপক্ষে তারা কিছুটা রক্ষণাতœক খেলেছে। তাদের বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে। ওদের নিয়ে আমার বিশেষ পরিকল্পনা আছে।’
সর্বশেষ গত ডিসেম্বরে নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। সেই দলের ১১ জন বঙ্গবন্ধু গোল্ডকাপের দলে রয়েছেন। নেপালের হার এই ম্যাচে প্রভাব ফেলবে না বলেই মনে করেন পাকির আলী। তার কথায়,‘দুইটা টুর্নামেন্টের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ হয়তো এই ম্যাচে আক্রমণাতœক খেলবে। তবে ম্যাচটি উপভোগ্য হবে বলেই আমার ধারণা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু গোল্ডকাপ

২২ জানুয়ারি, ২০২০
১৮ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ