Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপথ্যে অমিত শাহ, ভারতের ৩৬ মন্ত্রী কাশ্মীরে যাচ্ছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

এবার প্রচারণা চালাতে অধিকৃত জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন ভারতের ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি’র দাবি, প্রচারের পাশাপাশি উন্নয়নের দিকটাও দেখবেন তারা। বিরোধীরা অবশ্য এটাকে নিছক প্রচারের গিমিক বলে উড়িয়ে দিয়েছেন।

পরিকল্পনাটা করেছেন কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছয় দিন ধরে মন্ত্রীরা দলে দলে জম্মু ও কাশ্মীর যাবেন। সেখানে গিয়ে প্রচার করবেন, ৩৭০ ধারা বিলোপ করার ফলে আদতে কতটা লাভ হয়েছে। ৩৭০ বিলোপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে দাবি করেছিলেন, এ বার উন্নয়নের পথে হাঁটবে কাশ্মীর। কিন্তু তার কিছুই না করে উল্টো ইন্টারনেট সংযোগ বন্ধ ও সেখানকার নেতাদের বন্দী করে রেখে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। চাপের মুখে বিদেশী সাংসদ ও রাষ্ট্রদূতদের আলাদা সফরে কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাদেরকে বন্দী নেতা ও সাধারণ মানুষের সাথে কথা বলতে না দেয়ায় সেই উদ্যেগ ফলপ্রসূ হয়নি। এবার তাই সেখানে কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে বিজেপি মুখপাত্র সুদেশ বর্মা দাবি করেছেন, ‘কাশ্মীরের পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে। এই সময় তাই উন্নয়নের পথে চলাটা খুবই জরুরি। মন্ত্রীরা কাশ্মীরে গিয়ে সেই উন্নয়ন নিশ্চিত করবেন। তাতে গতি আনবেন।’

যদিও ভারতের মন্ত্রীদের কাশ্মীর যাওয়াটা নতুন নয়। তবে এতজন মন্ত্রীর সফর অবশ্যই আগে হয়নি। এর মধ্যে একটা বার্তা দেয়ার প্রয়াস অবশ্যই আছে। প্রথমে ইইউ’র এমপিদের সফর, তারপর যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশের রাষ্ট্রদূতদের নিয়ে যাওয়ার পর এ বার ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রীর সফরের পিছনে যে বার্তা দেয়ার চেষ্টা করা হচ্ছে সেটি হল, কাশ্মীর এখন অনেকটাই স্বাভাবিক। দেশ ও বিদেশের কাছে এই বার্তাটা দেয়ার মরিয়া চেষ্টা করছে মোদি সরকার। কিন্তু সরকারের এই দাবি সম্পূর্ণ প্রত্যাখান করছেন কাশ্মীরের নেতারা।
এ বিষয়ে সাবেক বিধায়ক ও সিপিএম নেতা ইউসুফ তারিগামি বলেন, ‘মন্ত্রীরা আসছেন বিজেপির প্রচার করতে। ৩৭০ বিলোপের পর কতটা উন্নয়ন হয়েছে? পাঁচ মাস কেটে যাওয়ার পর কতটা বিনিয়োগ হয়েছে? কতজন চাকরি পেয়েছেন? কাশ্মীরিরা তো চাকরি পাওয়ার কথা ভুলে গিয়েছে। এখন চতুর্থ শ্রেণীর চাকরিও সর্বভারতীয় ভিত্তিতে হয়। লোকের জীবনধারণের ন্যূনতম জিনিস পাচ্ছে না। আর কেন্দ্রীয় সরকার বড় বড় দাবি করে যাচ্ছে।’ কংগ্রেস বলছে, পরিস্থিতি যদি এতটাই স্বাভাবিক, তা হলে এতজন প্রচারকারী পাঠাবার কী দরকার? কপিল সিবালের বক্তব্য, ‘অমিত শাহ বলেছিলেন, কাশ্মীরে সবকিছু স্বাভাবিক। তা হলে এতজন প্রচারকারী পাঠাবার দরকার কী? পাঠাতে হলে অন্যদের পাঠাতেন, যারা প্রচারকারী নন। তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করতেন।’

মন্ত্রীদের মধ্যে রবিশঙ্কর প্রসাদ যাচ্ছেন সোপরো, পীয়‚ষ গোয়েল শ্রীনগরে, কিষেণ রেড্ডি যাবেন গন্ধরবাল, ভি কে সিং উধমপুর এবং স্মৃতি ইরানি কাটরা যাবেন। অন্য মন্ত্রীরাও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় গিয়ে প্রচারের কাজ করবেন। কিন্তু তাতে কাশ্মীরের লোকেরা কতটা সন্তুষ্ট হন সেটাই এখন দেখার বিষয়। সূত্র : ডয়চে ভেলে।

 



 

Show all comments
  • Muhammad JB Riad ১৭ জানুয়ারি, ২০২০, ১:৩৮ এএম says : 0
    মোদির পিঠের চামড়া বাঁচাতে সবকিছুই আস্তে আস্তে সমাধান করার ব্যবস্থা করবে নরেন্দ্র মোদি আর ইমরান খান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না
    Total Reply(0) Reply
  • Muhammad Shafiuddin ১৭ জানুয়ারি, ২০২০, ১:৩৮ এএম says : 0
    আন্দোলনের ভয়ে মোদি কাশ্মীরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলো,,আশাকরি কাশ্মীরবাসীকে স্বাধীনতা আন্দোলন করা থেকে দাবিয়ে রাখতে পারবেনা,
    Total Reply(0) Reply
  • S.m. Saiful Islam ১৭ জানুয়ারি, ২০২০, ১:৩৮ এএম says : 0
    কাশ্মীর থেকে অচিরেই সব ধরনের অবরোধ তুলে নেওয়া হোক।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ১৭ জানুয়ারি, ২০২০, ১:৩৯ এএম says : 0
    কাশ্মীরের মুসলিমদের আল্লাহ বিজয় দান করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ