মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার হাসপাতালে চিকিৎসকের সামনেই রোগীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতালের ছয়তলা থেকে ঝাঁপ দিয়েছেন এক রোগী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে কলকাতা মেডিকেল কলেজের নিউ ইমারজেন্সি বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ওই ভবনের ছয় তলায় স্নায়ুরোগ বিভাগ রয়েছে। মঙ্গলবারই অটো ইমিউন এনসেফেলাইটিস-এ আক্রান্ত হয়ে ওই বিভাগে ভর্তি হন রিয়াজুদ্দিন মণ্ডল নামের এক যুবক।
বুধবার বেলা ১১টার দিকে চিকিৎসক ওই ওয়ার্ডে রাউন্ডে থাকাকালীনই অস্বাভাবিক আচরণ শুরু করেন ওই যুবক। হঠাৎ জানলার কাছে যান তিনি।
ওই ভবনের জানালায় এখনও কোনো গ্রিল লাগানো নেই। সেই খোলা জানালা দিয়েই ঝাঁপ দেন ওই রোগী। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে ওই জানলায় গ্রিল বসানো হবে। তবে কীভাবে হাসপাতাল কর্মীদের সামনে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।