Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ৭:৫৩ পিএম | আপডেট : ৮:০০ পিএম, ১৫ জানুয়ারি, ২০২০

পটুয়াখালীর কলাপাড়ায় নৌ- পুলিশ সাগর ও নদী মোহনায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। বুধবার সকাল থেকে শেষ বিকেলে পর্যন্ত রাবনাবাদ, চর মোন্তাজ এলাকার বিভিন্ন নদী সহ সাগর মোহনায় এ অভিযান চালায়। এসময় দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে। অভিযানের টের পেয়ে জেলেরা সটকে পরে। তাই জেলেদের আটক করা সম্ভব হয়নি বলে কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনর্চাজ মো.কামরুজ্জামান জানিয়েছেন। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল সন্ধ্যায় পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনজ কুমার সাহা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ