Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের ৭৭ শতাংশ মানুষ সিএএ-এনআরসি’র বিরুদ্ধে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ৭:৩২ পিএম

নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে জাতিসংঘ বা মানবাধিকার কমিশনের মতো নিরপেক্ষ সংস্থার পর্যবেক্ষণে গণভোটের দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে মন্তব্যের ব্যাখ্যা করে তিনি জানিয়েছিলেন, জনমত যাচাইয়ের ভিত্তিতে ভোটের কথা বলেছিলেন। কার্যত একই পথে হেঁটেই সিএএ-এনআরসি নিয়ে জনমত সমীক্ষার আয়োজন করল এক বেসরকারি সংস্থা।

‘আপনি কি সিএএ-এনআরসি’কে সমর্থন করেন?’ এমন প্রশ্ন তুলে অনলাইনে এক সমীক্ষার আয়োজন করে ইন্ডিয়াপোল নামের এক সংস্থা। আর এতে উল্লেখযোগ্য সাড়াও পেয়েছে তারা। সেখানে এই পর্যন্ত প্রায় ৩০ লাখ ভোট পড়েছে। যার মধ্যে ৭৭% অর্থাৎ, প্রায় ২২ লাখ ৬৭ হাজার ৬৪৫ জনই সিএএ-এনআরসি’র বিরুদ্ধে ভোট দিয়েছেন। পক্ষে ভোট পড়েছে ২৩% অর্থাৎ, ৬ লাখ ৭৭ হাজার ১০ (প্রায়)। আরও বেশি সংখ্যক ভোটের জন্যও ওই ওয়েবসাইটের তরফে আবেদন জানানো হয়েছে নেটিজেনদের কাছে।

প্রসঙ্গত, সম্প্রতি একই ধরনের সমীক্ষা করেছিল এক বাংলা অনলাইন সংবাদমাধ্যম। সেখানেও অধিকাংশই নাগরিক আইন-জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতায় মত দিয়েছিল। যদিও বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে করা এই সমীক্ষায় গোটা ভারতেও উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে।

সিএএ পাশের পর চার সপ্তাহের কাছাকাছি সময় কাটলেও ভারতে প্রতিবাদে ভাটা পড়েনি। সিএএ নিয়ে বিক্ষোভের জেরে বিজেপি শাসিত রাজ্যগুলির একাধিক শহরে প্রায়ই ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রতিবাদ নিয়ে কোনও মাথাব্যথা নেই সরকারের। তবে নেটপাড়ায় সিএএ-এনআরসি নিয়ে গণভোট থেকে যা ইঙ্গিত মিলছে, তাতে ভবিষ্যতে মাথাব্যথার আশঙ্কাই দেখছে ওয়াকিবহাল মহলের একাংশ। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ