Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের সেনাপ্রধানকে ‘কথা কম কাজ বেশি’ করার পরামর্শ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:৪৬ পিএম

ভারতের নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানেকে কথা কম বলে, কাজ বেশি করতে পরামর্শ দিয়েছেন কংগ্রেসের লোকসভার প্রধান নেতা অধীররঞ্জন চৌধুরী।
গতকাল রোববার বিকেলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের সেনাপ্রধানের করা মন্তব্যের জেরে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ বলেন, পাক অধিকৃত কাশ্মীরে বড় অভিযানের জন্য প্রস্তুত সেনাবাহিনী। তবে তার আগে সরকারের নির্দেশ হওয়া প্রয়োজন।
সেনাপ্রধানের এই মন্তব্যর ঠিক একদিন পরেই নতুন সেনাপ্রধানকে “কথা কম, কাজ বেশি” করতে বলে টুইট করলেন কংগ্রেসের লোকসভার ওই নেতা।
পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ওই টুইটে কংগ্রেস নেতা আরো লিখেন, তার দলের ১৯৯৪ সালে নেয়া সংসদীয় প্রস্তুাব অপ্রীতিকর স্মৃতি তৈরি করেছে।
১৯৯৪ সালে সংসদে সর্বসম্মতভাবে প্রস্তুাব পাশ করানো হয়, ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হল জম্মু ও কাশ্মীর। পাকিস্তুানের উচিত, তার মধ্যে থাকা সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়া। পাক অধিকৃত কাশ্মীরে পদক্ষেপ করতে চাইলে সেনাপ্রধানকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করার কথাও বলেন অধীররঞ্জন চৌধুরী।
সেনাপ্রধান পদের দায়িত্ব নেয়ার কিছুক্ষণের মধ্যেই এনডিটিভিকে মনোজ মুকুন্দ নারভানে বলেন, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে “অনেক পরিকল্পনা” রয়েছে বাহিনীর এবং “যে কোনো পদক্ষেপ” করতে প্রস্তুুত।
তার মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে বড় কোনো অভিযানের পরিকল্পনা রয়েছে কিনা, সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা নির্দেশ হওয়া প্রয়োজন।
সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার পর থেকেই পাকিস্তুানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মনোজ মুকুন্দ নারবানে।
গতমাসে, সন্ত্রাসবাদে মদত দেয়া নিয়ে পাকিস্তুানকে চরম বার্তা দেন সেনাপ্রধান বলেন, সন্ত্রাসবাদের আঁতুরঘরে এগিয়ে গিয়ে হানা দেয়ার অধিকার রয়েছে আমাদের। সূত্র: এনডিটিভি



 

Show all comments
  • ABU ABDULLAH ১৩ জানুয়ারি, ২০২০, ১:০৪ পিএম says : 0
    একবার হামলা করার পরিনাম কি হয়েছে তাহা সারা পৃথিবী দেখেছে
    Total Reply(0) Reply
  • salim ১৩ জানুয়ারি, ২০২০, ৩:২৭ পিএম says : 0
    mukti juder poker bisay monjugi hoile peparer cahida barbe
    Total Reply(0) Reply
  • ইউনুস আলী ১৩ জানুয়ারি, ২০২০, ৩:৪৬ পিএম says : 0
    খালি কলসী নড়ে বেশী, হামলা করে দেখো ............ করে রাখছে পাকিস্তান।
    Total Reply(0) Reply
  • A.Rahman ১৫ জানুয়ারি, ২০২০, ৬:১৭ পিএম says : 0
    এরকম ফাঁকা হুমকির কী দরকার।সাহস করে আক্রমন করুন।পাকিস্তান কী ধরনের Reaction করে আমরা দেখি,বিশ্ব দেখুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ