Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আবরার হত্যা মামলা

আসামি মোরশেদের আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পলাতক চার আসামির একজন আদালতে আত্মসমর্পণ করেছেন। আসামি মোরশেদ অমর্ত্য ইসলাম গতকাল জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৫ জানুয়ারি আবরার হত্যা মামলায় পলাতক চার আসামিকে আদালতে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছিলেন আদালত।

এখন পর্যন্ত পলাতক থাকা তিন আসামি হলেন বুয়েট শাখা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মুস্তাফা রাফিদ, ছাত্রলীগের সদস্য মোরশেদুজ্জামান জিশান, এহতেশামুল রাব্বি তানিম। গত বছরের ৩ ডিসেম্বর পলাতক আসামিদের সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত। এর আগে গত বছরের ১৮ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ