Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগরিকত্ব আইন, ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী : ভারতীয় মিডিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ৩:০১ পিএম | আপডেট : ৩:২১ পিএম, ১২ জানুয়ারি, ২০২০

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ‘রাইসিনা আলোচনা’। এই প্রথম এই সম্মেলন হতে চলেছে। আর সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেনকে। মূলত এই আলোচনা সভায় মোমেন ছিলেন অন্যতম বক্তা। কিন্তু ঢাকার তরফে জানিয়ে দেওয়া হয় যে তাঁর পক্ষে ভারতে যাওয়া সম্ভব নয়।

এরপর নিমন্ত্রণ করা হয় সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে। জানা যাচ্ছে, তিনিও আসছেন না ভারতে। আরবে যাওয়ার কথা জানিয়ে তাঁর ভারত সফর বাতিল করেছেন বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের তরফে কেউ যোগ দেবেন কিনা তাও নিশ্চিত নয়। হঠাত কেন বাংলাদেশের তরফে এমন ব্যবহার তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

নাগরিকত্ব সংশোধনী বিল ভারতীয় সংসদের দুটি কক্ষ লোকসভা ও রাজ্য সভায় পাস হওয়ার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় গোটা দেশে। এরপরেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর সফর বাতিল করে বাংলাদেশ। এরপর আরও এক বাংলাদেশের মন্ত্রী ভারত সফর বাতিল করেন।

ঢাকার কূটনৈতিক মহলের ধারণা, নাগরিকত্ব সংশোধনী বিলে বারবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রসঙ্গ টানছে ভারত সরকার। এতে উদ্বিগ্ন শেখ হাসিনার সরকার। যদিও বিলটি পাসের পর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদেই রয়েছেন। এমন এই বিল নিয়েও বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়, এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু একের পর এক হাসিনা সরকারের মন্ত্রী যেভাবে ভারত সফর বাতিল করেছে তাতে রাজনৈতিকমহলের একাংশের মতে, দু’দেশের সম্পর্কে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে।

শুধু তাই নয়, হিন্দুদের উপর অত্যাচার, পাকিস্তানের সঙ্গে এক আসনে বাংলাদেশকে রেখেছিলেন অমিত শাহ। তাতে গোটা বাংলাদেশে ভারত বিরোধিতার ঢেউ তৈরি হয়েছে। যার জেরে সম্প্রতি তিন তিন জন বাংলাদেশের মন্ত্রী এবং সরকারি প্রতিনিধির বাংলাদেশ সফর বাতিল করে দিয়েছিলেন ঢাকা নেতৃত্ব। কিন্তু তার পরে সম্পর্ক কিছুটা সহজ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরের প্রথম দিন ফোন করেন হাসিনাকে। দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। দু দেশের সম্পর্কে ডেমেজ কন্ট্রোলে মোদীর তরফে এই চেষ্টা যে যথেষ্ট নয়য় তা কার্যত পরিস্কার ফের একবার মন্ত্রীর সফর বাতিল হওয়ার ক্ষেত্রে।

সূএ : কলকাতা ২৪X৭



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ