মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কলকাতা বিমান বন্দরে বোমাতঙ্ক। জানা যাচ্ছে, কলকাতা থেকে ১১৪ জন যাত্রী নিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার এশিয়ার বিমান। মাঝ আকাশে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় কলকাতা বিমান বন্দরে। যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।
জানা গিয়েছে, মাঝ আকাশে এক মহিলা যাত্রী দাবি করেন, তাঁর শরীরে বোমা বাঁধা আছে। যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে বলে পাইলটকে জানান মোহিনী মণ্ডল নামে ওই যাত্রী। যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। দ্রুত অবতরণ করা হয় বিমানটিকে। তারপর সমস্ত যাত্রী নামিয়ে তল্লাশি করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। সূত্রে খবর, কোনও বিস্ফোরক মেলেনি মহিলার শরীর থেকে। মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আজই ব্যারাকপুর কোর্টে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।