মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার সেই আইনটি ফের সামনে আনার পাঁয়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প।
২০১৭ সালের জানুয়ারিতে দেশটিতে মুসলিমদের ভ্রমণে নিষেধাজ্ঞা স্থগিত করে মার্কিন আদালত। তবে ক্ষমতায় আসার পরপরই ট্রাম্প প্রশাসন স্থগিতাদেশের বিরুদ্ধে আবার আপিল করেন। কিন্তু ফেব্রæয়ারিতে সেই আপিলে হেরে যান ট্রাম্প।
দুই বছর আগে ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। সেই সঙ্গে শরণার্থীদের প্রবেশেও বাধা সৃষ্টি করে নির্বাহী আদেশ জারি করা হয়। তাৎক্ষণিকভাবেই এর বিরুদ্ধে প্রতিবাদ করা হয় এবং নিম্ন আদালত থেকে তা আইনি বাধার মুখে পড়ে বলে জানা যায়।
ওই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েন যুক্তরাষ্ট্রে আসা মুসলিম প্রধান দেশের শিক্ষার্থীরা। পরে আদালতের নির্দেশে সাত দেশের অনেক নাগরিক ভিসা পান।
এপি নিউজ এজেন্সি জানিয়েছে, ট্রাম্প নতুন করে আরো সাত দেশের নাগরিকদের ভিসা নিষিদ্ধ করতে চাইছেন। এরই মধ্যে একটি খসড়াও প্রস্তুত করে ফেলেছে তার প্রশাসন। ট্রাম্প প্রশাসনের খসড়া তালিকা হাতে পেয়েছে বাজফিড নিউজ। আগের সাত দেশের সঙ্গে নতুন কোন কোন দেশ যোগ হবে তা জানায়নি সংবাদমাধ্যমটি। কবে নাগাদ এই নিষেধাজ্ঞা জারি হতে পারে, সে বিষয়েও সুনির্দিষ্ট খবর দিতে পারেনি তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।