Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ইসরায়েলের তৈরি কাঁটাতারের বেড়া বসাচ্ছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ৩:১৯ পিএম

বাংলাদেশ সংলগ্ন সীমান্তে ইসরায়েলের তৈরি কাঁটাতারের বেড়া বসাতে যাচ্ছে ভারত। বসাবে পাকিস্তান সীমান্তেও। দুই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে এবং নজরদারি নিশ্ছিদ্র করতে এই বিশেষ বেড়া বসানো হবে বলে জানিয়েছে দেশটির সীমান্ত বাহিনী বিএসএফ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বিএসএফ প্রধান দাবি করেছে, ইসরায়েলি এ বেড়ায় নিজস্ব ‘কুইক রেসপন্স টিম’ মেকানিজম রয়েছে; যা অনুপ্রবেশ হওয়ামাত্র স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে।

পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের সর্বত্র কাঁটাতারে মুড়ে ফেলতে উদ্যোগী হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদি সরকারের পরিকল্পনা অনুযায়ী, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে বিএসএফ। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইবিএমএস)।

ভারত সংলগ্ন বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে মোট প্রায় সাড়ে ৬,৩০০ কিলোমিটার এলাকা পাহারা দেয় বিএসএফ। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বিএসএফ-এর মহাপরিচালক কে কে শর্মা দাবি করে, ওই বিশেষ বেড়ায় লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে ফিড (ভিডিও) সরাসরি চলে যাবে বর্ডার আউটপোস্টে। সেখানে মনিটর থাকবে এবং সবকিছু ভেসে উঠবে। মনিটরের মাধ্যমে সর্বক্ষণ নজরদারি চালানো হবে। অর্থাৎ জওয়ানদের আর বেশি বাইরে পাহারা দিতে হবে না। আবার, নিরাপত্তাও বিঘিœত হবে না।

শর্মা জানায়, কোনও অনুপ্রবেশের চেষ্টা হলেই সঙ্গে সঙ্গে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সেই সংকেত মনিটরে পৌঁছে যাবে। তাছাড়া অনুপ্রবেশের সময় কাঁটাতারের সংস্পর্শে এলেই অ্যালার্ম বেজে উঠবে। সিস্টেম জানিয়ে দেবে, ঠিক কোথায় অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে। নিকটবর্তী পোস্ট থেকে বাহিনী পাঠিয়ে তার ব্যবস্থা নেয়া হবে। বেড়াগুলো ইসরায়েল থেকে আনা উল্লেখ করে বিএসএফ প্রধান বলেছে, ‘প্রকৃতপক্ষে সেখানে (ইসরায়েল) যা যা ব্যবহৃত হচ্ছে সেগুলোর সর্বশেষ সংস্করণই আনছি আমরা।’
সূত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, এরইমধ্যে জম্মুতে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি জায়গায় এই নতুন ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে। আরও চারটি জায়গায় এই বিশেষ সিস্টেম বসানো হবে। সেগুলি হলো- ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামে ভারত-বাংলাদেশ সীমান্ত এবং গুজরাটে ভারত-পাকিস্তান সীমান্ত।



 

Show all comments
  • ahammad ১১ জানুয়ারি, ২০২০, ৪:৩৫ পিএম says : 0
    বাংলাদেশ সরকার বারংবারই এক তরপা ভাবে দাবী করে আসতেছে ভারত আমা দের পরিখ্খত বন্দু। বিমিময়ে ভারত প্রতিদান হিসাবে গত এগার বৎসরে হাজার হাজার লাশ উপহার দিয়াছে। তারচাইতে বেড়াদিলে ভালোই হবে, সীমান্ত বাসীরা সর্তক হয়ে যাবে । এদারকা মাল ওদার আর ওদারকা মাল এদার যাহারা করে তারা সর্তক হবে বা দান্দা ছেড়ে দিবে। অন্তত পশুর মত গুলিকরে না মারলেই ভালো।
    Total Reply(0) Reply
  • md balayeat hussain ১১ জানুয়ারি, ২০২০, ৭:৩৮ পিএম says : 0
    বেডা দেওয়াব মানে হল ইনডিয়া দেখতে চায় এদেশে তাদের পা চাটাদের চেতনা ঠিক আচে কি।
    Total Reply(0) Reply
  • md balayeat hussain ১১ জানুয়ারি, ২০২০, ৭:৩৮ পিএম says : 0
    বেডা দেওয়াব মানে হল ইনডিয়া দেখতে চায় এদেশে তাদের পা চাটাদের চেতনা ঠিক আচে কি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ