বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীতে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় নিহত আরেকজনের ঝুলন্ত এবং অপরজনের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে বাউফল উপজেলায় আমগাছে ঝুলন্ত অবস্থায় আল আমিন আকন (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। আল আমিন এবার বাউফল ছালেহিয়া ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিল।
নিহতের বাবা আবদুর রহিম আকন বলেন, বৃহস্পতিবার বিকেলে মাদরাসার গণিত শিক্ষক হাবিবুর রহমানের কাছে প্রাইভেট পড়তে যায় আল আমিন। প্রতিদিন এশার নামাজের আগে বাড়ি এলেও কালকে আসেনি। রাত ১১টার দিকে মোবাইলে কল দিলে ধরেনি। সকালে পুকুরের উত্তর পাশের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখি আমরা। বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে মাদরাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মরদেহ মর্গে পাঠায় পুলিশ। এদিকে বিকেলে সাড়ে ৪টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়ায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।