Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে চালকবিহীন দ্রুতগতির বুলেট ট্রেন চালু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বিশ্বের সবচেয়ে দ্রsত চালকবিহীন বুলেট ট্রেন চালু করেছে চীন। এই ট্রেনটি রাজধানী বেইজিংয়ের সঙ্গে ঝাংজিয়াকাউ শহরকে সংযুক্ত করবে। এই বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। ফলে বিশ্বে চলমান চালকবিহীন ট্রেনগুলোর মধ্যে এটিউ সবচেয়ে দ্রæতগতির। ২০২২ শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসকে সামনে রেখে এই ট্রেন চালু করা হয়েছে। এতে করে রাজধানী থেকে ঝাংজিয়াকাউ শহরে যাতায়াতের সময় কমে আসবে। এই শহরের বেশিরভাগ স্কি গেমস অনুষ্ঠিত হবে। ট্রেনটি চালু হওয়ায় তিন ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টায় যাতায়াত করা যাবে। কয়েকটি ট্রেনটি ১০৮ মাইল পাড়ি দেবে মাত্র ৪৫ মিনিটে। ১৯০৯ সালে বেইজিং-ঝাংজিকাউ রেলপথ স্থাপন করা হয়। শুরুতে এই পথ ভ্রমণে সময় লাগত আট ঘণ্টা। খবরে বলা হয়েছে, ট্রেনটি যাত্রা শুরু ও থামবে স্বয়ংক্রিয়ভাবে নির্দিস্ট সময়সূচি অনুসারে। স্টেশনগুলোর অবস্থার ভিত্তিতে গতি পরিবর্তিত হবে। তবে জরুরি যে কোনও পরিস্থিতির জন্য ট্রেনের বোর্ডে একজন্য অ্যাটেনডেন্ট হাজির থাকবেন। চীনের দ্রæতগতির রেল নেটওয়ার্ক প্রায় ২২ হাজার মাইল বিস্তৃত। দেশটির রয়েছে সবচেয়ে দ্রæতগতির বাণিজ্যিক ট্রেন। সূত্র : দি গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ