Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় শ্রমিক নেতা ৩ দিন নিখোঁজ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:০৫ এএম

পটিয়ায় অটো-টেম্পো, সিএনজি টেক্সী সমিতির অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সেকু (৪০) ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ পাইকপাড়া এলাকার মুসলিম মিয়ার পুত্র। শ্রমিক নেতা শেকু’র স্ত্রী মনোয়ারা বেগমের দাবি পাওনা টাকাকে কেন্দ্র করে তাকে অপহরণ করা হয়েছে। গত বুধবার তার স্ত্রী মনোয়ারা বেগম বাদি হয়ে এ ব্যাপারে পটিয়া থানায় ১টি নিখোঁজ ডায়েরি করেছে। উক্ত সেকু উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের আবুল কালাম নামের এক ব্যক্তি থেকে ৬ লাখ টাকা পাওনা ছিল। সময়মত উক্ত টাকা পরিশোধ না করায় আবুল কালামের বিরুদ্ধে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১টি মামলা দায়ের করে। উক্ত মামলায় গত ৬ জানুয়ারি সোমবার সকালে সেকু আদালতে হাজিরা দিতে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পটিয়া অটোটেম্পো সিএনজি টেক্সী শ্রমিক সভাপতি বদিউল আলমের পরামর্শে গতকাল থানায় ১টি নিখোঁজ ডায়েরি করে।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, উক্ত শ্রমিক নেতাকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ