রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার তিতাস উপজেলায় বিনামূল্যের বই বিতরণে শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তবোগী এক অভিভাবক। উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মৃত নজুমুদ্দিন মোল্লার স্ত্রী খোরশেদা বেগম গত বুধবার বিকালে এ অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ৬৬নং দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জানুয়ারি বিনামূল্যের বই বিতরণের সময় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুল মুহিন সায়হাম ও ১ম শ্রেণির শিক্ষার্থী মো. আলবিরের নিকট ৩শ’ টাকা দাবি করে স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, বই বিতরণে টাকা নেয়ার উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম বলেন, বই বিতরনে টাকা নেয়ার অভিযোগ প্রথম দিনই দু’ একটি পেয়েছি এবং তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। কিন্তু এতদিন পর অভিযোগ করলে এটা কতটুকু গ্রহণ যোগ্যতা পাবে তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছম্মৎ রাশেদা আক্তার বলেন, আমি অভিযোগ পেয়েছি কিন্তু কোনো সত্যতা পাইনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।