Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহাথিরের বক্তব্যে ভারতের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১:৫৩ পিএম | আপডেট : ১:৫৯ পিএম, ৯ জানুয়ারি, ২০২০

ভারতের কাশ্মীর ও ইসলামিক বিতর্কিত বক্তা জাকির নায়েকের বিষয়ে অবস্থান নেয়ার কারণে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করছে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। একই সঙ্গে কুয়ালালামপুর থেকে ভারতে আসা পামওয়েল ও ইলেক্ট্রনি পণ্যের শিপমেন্টে আনুষ্ঠানিক চেক বা পরীক্ষা করার নীতি আরোপ করতে পারে সরকার। সরকারের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, পরিশোধিত, অশোধিত পামওয়েল ও বৈদ্যুতিক পণ্যের ওপর আমরা কিছুটা কঠোরতা অবলম্বন করতে যাচ্ছি। এ প্রক্রিয়ায় জড়িত হয়েছে বেশ কিছু মন্ত্রণালয়। অংশীদার কোনো দেশের বিরুদ্ধে এটাই হতে যাচ্ছে ভারতের প্রথম বাণিজ্যিক প্রতিশোধ।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, নাগরিকত্ব সংশোধন আইন, ধর্মীয় বিতর্কিত প্রচারক জাকির নায়েকের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ উস্কানিমুলক বক্তব্য দিয়েছেন বলে ভারতের ধৈর্য্যরে বাধ ভেঙে গেছে।



 

Show all comments
  • FAISAL REZA ABDULLAH ৯ জানুয়ারি, ২০২০, ২:২৯ পিএম says : 0
    জাকের নায়েক একজন ইসলামিক স্কলার । জাকের নায়েক দীর্ঘজীবি হওক ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ