Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবি শিক্ষক জোবাইদাকে লাঞ্ছিত ও মারধরে সাদা দলের উদ্বেগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জোবাইদা নাসরীনকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং নিন্দা জানিয়েন সাদা দল সমর্থক শিক্ষকরা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগ নেত্রীদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ওই হলের সহকারী আবাসিক শিক্ষক ড. জোবাইদা নাসরীনের লাঞ্ছিত হওয়া ও তাঁকে মারধরের ঘটনায় আমরা গভীরভাগে উদ্বেগ ও ক্ষোভও প্রকাশ করেছেন তারা। গতকাল বুধবার এক বিবৃতিতে সাদা দলের শিক্ষকরা বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কর্মীদের মধ্যে শাড়ি বিতরণকে কেন্দ্র করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা গত রোববার বিরোধ ও সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় সেখানে উপস্থিত হলের সহকারী আবাসিক শিক্ষক ড. জোবাইদা নাসরীন তাদের নিবৃত এবং আক্রান্ত শিক্ষার্থীদের রক্ষা করতে গেলে ছাত্রলীগের ছাত্র নামধারী সন্ত্রাসীরা তাঁর উপর হামলা চালায় এবং তাঁকে লাঞ্চিত ও মারধর করে। শুধু ড. জোবইদা নাসরীন নয়, গত এক যুগে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষক লাঞ্চিত ও প্রহৃত হয়েছেন। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করেছি যে, এ ধরণের কোনো ঘটনায়ই দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এসব সন্ত্রাসীরা শুধু ভিন্নমতের শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতন চালিয়েই ক্ষান্ত থাকছে না, শিক্ষকদের প্রহার ও লাঞ্ছিত করার দুঃসাহসও দেখাচ্ছে। এধরণের সন্ত্রাসী তৎপরতা আমারা কোনোভাবেই মেনে নিতে পারি না। শিক্ষকরা দ্রুত ড. জোবাইদা নাসরীনকে লাঞ্ছিত ও প্রহারের ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান। একই সাথে শিক্ষকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিরও দাবি করেন।

সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলামের স্বাক্ষরে বিবৃতিদাতা শিক্ষকরা হলেন- প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোঃ মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. সদরুল আমিন, ড. মো. সিরাজুল ইসলাম, ড. মোঃ আখতার হোসেন খান, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মো. আবুল কালাম সরকার, এমএ কাউসার, ড. মো. শফিকুর রহমান, ড. মো. শহীদুল ইসলাম, ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ড. মো. শহিদুল ইসলাম, মো. আল আমিন, ড. এএসএম আমানুল্লাহ, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ড. মামুন আহমেদ, ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ড. এটিএম জাফরুল আজম, ড. এসএম মোস্তফা আল-মামুন, ড. শেখ মনির উদ্দিন, ড. মোঃ মহিউদ্দিন, ড. মোঃ গোলাম রব্বানী, ড. মো: আবদুর রশীদ, ড. মোঃ হাসান উজ্জামান, মো. আতাউর রহমান বিশ্বাস, মুক্তার আলি, ড. মো. নুরুল আমিন, ইসরাফিল প্রামাণিক, ড. মোঃ মেহেদী মাসুদ, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, মো. মাহফুজুল হক, ড. লায়লা নূর ইসলাম, ড. কামরুজ্জামান, ড. মোঃ এমরান কাইয়ুম, ড. হায়দার আলী, ড. মো. এনামুল হক, ড. দিলীপ কুমার বড়ূয়া, ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, ড. মো. আসলাম হোসেন, রাশীদ মাহমুদ, আ কা ফিরোজ আহমদ, ড. মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ সফিউল্যাহ, ড. মোঃ সাইফুল ইসলাম, ড. বোরহান উদ্দীন খান, মো. মাহ্ফুজুল ইসলাম, তাহমিনা আখতার, ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, ড. শেখ নজরুল ইসলাম, ড. মোঃ আতাউর রহমান মিয়াজী, মোঃ মুজাহিদুল ইসলাম, ড. ছিদ্দিকুর রহমান নিজামী, আহমেদ জামাল আনোয়ার, এএসএম মহিউদ্দিন, এবিএম শহিদুল ইসলাম, ড. সৈয়দ আলী আহসান, ড. নেভিন ফরিদা, ড. মোবাশ্বের মোনেম, ড. মুসলেহ উদ্দিন তারেক, মোঃ মাজহারুল আনোয়ার, ড. মোঃ আবদুর রব, ড. মোঃ আবদুল কাইয়ুম, ড. মোঃ আবুল বাসার, কাওসার হোসেন টগর, ড. মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী, ড. মোঃ আনিছুর রহমান খান, ড. মোঃ কামরুল এহসান, ড. মোঃ সায়েদুল ইসলাম, ড. খোন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ড. আমিনুল ইসলাম ভূইয়া, ড. মোঃ খলিলুর রহমান, ড. বাবুনা ফায়েজ, ড. এএম সরওয়ার উদ্দিন চৌধুরী, ড. এএ মাহবুব উদ্দিন চৌধুরী, শামীম শামছি, ড. মাহমুদ ওসমান ইমাম, ড. মুস্তাফিজুর রহমান, ড. রাজিয়া বেগম, ড. সাহিদা ইসলাম, ড. ছগীর আহমেদ, ড. জাহিদুল ইসলাম, ড. সিরাজুল হক, ড. মো. শামসুল আলম, মোহাম্মদ আসাদুজ্জামান, ড. ইউসুফ ইবনে হোসাইন, ড. মো. মাসুদ আলম, ড. শেখ মো. ইউসুফ, আবদুল আজিজ, ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ, ড. শাহনুর হোসাইন, সাবরিনা শাহনাজ, রেজা আসাদ হুদা অনুপম, ড. মো আজহারুল ইসলাম, ড. মোঃ আব্দুল মজিদ, ড. মোহাম্মদ কামরুজ্জামান, ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. মোঃ আবদুল করিম, ড. মোঃ আবদুস সালাম, ড. মোঃ আখতারুজ্জামান, ড. মোঃ নাদিরুজ্জামান মন্ডল, ড. মহব্বত আলী, ড. মোঃ খলিলুর রহমান, ড. মোঃ জাকির হোসেন খান, ড. আফরোজ সুলতানা চ্যামন, ড. আবদুস সালাম, ড. আরিফ বিল্লাহ, ড. নাজমুল আহসান, ড. এএইচএম জুলফিকার আলী, ড. মোঃ সাইফুল ইসলাম, ড. মুহাম্মদ মেজবাহ উল ইসলাম, ড. মু: মুছলেহ উদ্দীন, ড. মুহাম্মদ আবদুল লতিফ, ড. মুহাম্মদ ইউসুফ, ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন, ড. মুহাম্মদ শামছুল আলম, ড. শাকিল উদ্দিন আহমেদ, ড. মুর্শিদা বেগম, মৌটুসী তানহা, ড. মোহাম্মদ আজহারুল ইসলাম, ড. মোহাম্মদ শরীফুর রহমান, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কায়সার, ড. মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, সেহেলী পারভীন, ড. গোলাম রব্বানী, মোহাম্মদ দাউদ খান, মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মামুন চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুক, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ হাফিজ উদ্দিন ভ‚ইয়া, ড. মোহাম্মদ হুমায়ুন কবির, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ড. মোঃ বেলাল হোসেন, মোঃ মেহেদী হাসান খান, ড. মিরাজ কুবাদ চৌধুরী, ড. শাহ এমরান, ড. সেলিম রেজা, ড. হাফিজউদ্দিন ভূঁইয়া, মোঃ আবদুল কাদির, মোঃ আলমগীর হোসেন, মোঃ আজহারুল ইসলাম, ড. মোঃ তাজুল ইসলাম, ড. মোঃ মিজানুর রহমান, মোঃ নুরুল ইসলাম, ড. মোঃ রবিউল ইসলাম, মোঃ রবিউল হক, মোঃ কুতুব উদ্দিন, ড. কাজী মোস্তাক গাউসুল হক, ড. মোঃ জসিম উদ্দীন, আনম সালাহ উদ্দিন, ড. হাসান তালুকদার, মো. রাশেদুজ্জামান, কাজী মাহবুবুর রহমান, আবদুস সালাম, মোঃ আলমগীর হোসেন সম্রাট, আবু আসাদ চৌধুরী, আমিরুস সালাত, ড. নাজমুজ্জামান ভ‚ইয়া, নুসরাত ফাতেমা, ড. এটিএম মোস্তফা কামাল, মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রুহুল আমিন, ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, মোঃ নুরুল আমিন, ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, ওমর ফারুক, সাইফুদ্দিন আহমেদ, ড. হাফিজ মুজতবা রিজা আহমাদ, ড. মো. সানাউল্লাহ, মো. রফিকুল ইসলাম, ড. মঈনুল ইসলাম, ড. মু আরিফুল হক, ড. মোহাম্মদ কামরুজ্জামান, ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ