মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ক্যাম্পাসে মুখোশধারীদের হামলার ঘটনায় ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ হামলার ঘটনায় স্তম্ভিত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি। তিনি বলেন, 'যা পরিস্থিতি তাতে দেখে মনে হচ্ছে ভারত এখন নাৎসি জার্মানি হওয়ার পথে এগোচ্ছে!'
দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দাবি করেন, নরেন্দ্র মোদি সরকারের উচিত সত্য সামনে আনা। তিনি বলেন, আমার মনে হয় গোটা বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি নিয়ে ভাবার সময় এসে গেছে। আমরা যেন জার্মানির নাৎসি জমানার প্রতিধ্বনি শুনতে পারছি ভারতে বসে।'
রবিবারের হামলায় আহত প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করেছেন নোবেলজয়ী এ বাঙালি। তাঁর কথায়, 'এত বড় একটি ঘটনা। সমস্ত তথ্য সামনে আনা উচিত সরকারের।'
এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখোশ পরে কয়েকজন যুবক জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ক্যাম্পাসে হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেন। এ ঘটনায় মুহূর্তের মধ্যে গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, রোববার ক্যাম্পাসে হামলার পরই একে একে মুখ খুলেছে জেএনইউ। এদিনই মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন জেএনইউ’য়ের প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার। ঝাঁঝালো ট্যুইটে তিনি বলেন, বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসেছে সেদিন থেকে তারা দেশজুড়ে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এমনকি এই সরকারের কোনও লজ্জা নেই বলেও মন্তব্য করেন তিনি। সূত্র : এই সময়, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।