Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এগিয়ে আসছে জিম্বাবুয়ে সিরিজ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

আগামী মার্চে জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে এক টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেই সিরিজ এগিয়ে আসতে যাচ্ছে বেশ কয়েকদিন। এখনো চূড়ান্ত না হলেও মার্চের বদলে সিরিজটি এখন ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আয়োজন করতে চাইছে বিসিবি।

সিরিজ এগুনোর কারণ বিসিবি স্পষ্ট না করলেও জানা গেছে, মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের দুই ম্যাচের সিরিজ আছে। মার্চের ১৮ থেকে ২২ তারিখের মধ্যেই ঢাকায় আয়োজিত হবে বিশেষ ওই দুই ম্যাচ। সেকারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি এগিয়ে আনার কথা ভাবা হচ্ছিল কয়েকদিন থেকেই।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও সিরিজ এগুনোর ভাবনার কথা জানান, ‘এটি এখনো নিশ্চিত হয়নি। আমরা বিষয়টি নিয়ে জিম্বাবুয়ের সঙ্গে আলোচনা করছি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’

জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করার চিন্তা ভাবনা বেশ এগিয়ে গেছে। এফটিপিতে ১ টেস্ট, ৫ টি-টোয়েন্টি থাকলেও এই সিরিজে ওয়ানডেও যোগ করার সম্ভাবনাও আছে। সেক্ষেত্রে বদলে যেতে পারে সিরিজের আদল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজ

১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ