Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু গোল্ডকাপ দিয়ে ফিরলেন তপু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

গত মার্চে এএফসি কাপের ম্যাচের আগে পেয়েছিলেন এক চোট। পরে অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। অবশেষে ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন ফেডারেশন কাপ। দুর্দান্ত গোলে তুলেছেন সেমিফাইনালেও। তারই পুরস্কার পেলেন তপু বর্মন।

বঙ্গবন্ধু গোল্ড কাপকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া ২৩ জনের দলে ফিরেছেন দেশসেরা এই ডিফেন্ডার। দলে ডাক পেয়েছেন নতুন মুখ চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার মানিক হোসেন মোল্লাও।

আগামী ১৫ জানুয়ারি ছয় দল নিয়ে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ আসর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের দল মরিশাস, সিশেলস ও বুরুন্ডি।

বাংলাদেশ দল : আনিসুর রহমান জিকো, তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ রবিউল হাসান, মাহবুবুর রহমান সুফিল, বিশ্বনাথ ঘোষ,মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শহিদুল আলম, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, নাবীব নেওয়াজ জীবন, জামাল ভূইয়া, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, আরিফুর রহমান, আশরাফুল ইসলাম রানা, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু গোল্ডকাপ

২২ জানুয়ারি, ২০২০
১৮ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ