প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত ২৭ ডিসেম্বর চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী শাবানা দুই বছর পর যুক্তরাষ্ট্র থেকে স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে পারিবারিক কাজে দেশে এসেছেন। আগামী সপ্তাহে আবার ফিরে যাবেন। প্রায়ই তিনি দেশে আসেন। কিছুদিন থেকে আবার ফিরে যান। শাবানা অভিনয় ছেড়েছেন প্রায় দেড় যুগ আগে। তবে মানুষ তাকে এখনো মনে রেখেছে। রাস্তায় দেখলে মানুষজন তাকে চিনে, খোঁজখবর নেয়। ভক্তদের এই ভালোবাসায় তিনি আবেগাপ্লুত হন। শাবানা বলেন, প্রতিদিন ভোরে যখন মর্নিংওয়াকে বের হই, লোকজন আমাকে দেখে কাছে আসেন, খোঁজ-খবর নেন। সেদিন আমি পার্কে হাঁটছি, একটা মেয়ে এসে বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি! আমি বললাম বলো। ও বলল, আপনি আমাদের শাবানা আপা না? আমি হেসে উঠলাম। আমার হাসি দেখে তার উচ্ছ্বাসের মাত্রা আরও বেড়ে গেল। খুশিতে আত্মহারা হয়ে বলে উঠল, হ্যাঁ, ঠিকই তো, আপনি আমাদের শাবানা আপা। ওই যে আপনার সেই ভুবন ভোলানো হাসি, বলতে বলতে সে আমাকে জড়িয়ে ধরল। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। মুখে কোনো কথা নেই। মনে মনে ভাবলাম, এতটুকু মেয়ের পক্ষে তো আমাকে চেনার কথা নয়, হয়তো তার মা-বাবা আমাকে চিনতে পারেন। কারণ তাদের সময়ে আমার সিনেমা মুক্তি পেত। ও বলল, আমি এখনো টিভি, ইউটিউবে আপনার সিনেমা দেখি। আপনাকে আমার অনেক ভালো লাগে। এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাবানা। তিনি বলেন, আমাকে এখনো মানুষ এত ভালোবাসে কেন? কারও জন্য তো কখনো কিছু করতে পারিনি। শাবানা বলেন, শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও এমন ঘটনা নিয়মিত ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।