Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে দেশে আসছেন শাবানা

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী শাবানাকে নিয়ে কয়েক দিন আগে মৃত্যুর গুজব ছড়িয়েছিল। চলচ্চিত্রাঙ্গণে এ নিয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত হয়। অবশেষে জানা গেল, তিনি মারা যাননি। মৃত্যুর এই গুজব উড়িয়ে দিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি আমেরিকা থেকে তিনি ঢাকায় আসছেন। শিল্পী সমিতির সাধারণ স¤পাদক অমিত হাসান জানান, গত বৃহ¯পতিবার বিকেলে হঠাৎ করেই গুজব ছড়ায়, শাবানা ম্যাডাম মারা গেছেন। পরিচিতজনদের অনেকে এ ব্যাপারে নিশ্চিত হতে ফোন করেন। এরপর রাতেই শাবানা ম্যাডামের খুব কাছের কয়েকজন আত্মীয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে নিশ্চিত করেছেন, শাবানা ম্যাডাম ভালো আছেন। তাদের সঙ্গে ম্যাডামের নিয়মিত যোগাযোগ আছে। এমনকি তারা জানান, ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন তিনি। উল্লেখ্য, ১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র-অঙ্গন থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন। এরপর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। ২০০০ সালে সপরিবারে চলে যান আমেরিকায়। সেই থেকে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মাঝে দেশে এসে কিছুদিন থাকার পর আবার চলে যান।



 

Show all comments
  • SALAM ১৬ ডিসেম্বর, ২০২০, ৪:৩০ পিএম says : 0
    Prio Naika
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে দেশে আসছেন শাবানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ