Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে আসছেন শাবানা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালাতে আগামী মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছেন বিশিষ্ট অভিনেত্রী শাবানা। তার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জাতীয় সংসদ নিবার্চনে অংশ নেবেন। স্বামীর হয়ে প্রচারণা চালাতেই দেশে আসবেন তিনি। এর আগে যখন দেশে এসেছিলেন তখন তিনি স্বামীকে নিয়ে কেশবপুরের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। সর্বশেষ গত ১৮ জুলাই যশোর উপজেলার সাগরদাঁড়ি ও স্বামীর বড়েঙ্গা গ্রামে এ মতবিনিময় করেন। সেসময় মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাবানা জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি তাকে নিবার্চন করতে বলেন। তবে তিনি নিজে এ মুহূর্তে নিবার্চনে অংশগ্রহণ করতে বিনীতভাবে অপারগতা প্রকাশ করেন। তবে স্বামী ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে নিবার্চন করবেন বলে ঘোষণা দেন। সেসময় এফডিসিতে গিয়ে চলচ্চিত্রের সহকর্মীদের সঙ্গে দেখা করেন শাবানা। সবকিছু ঠিক থাকলে আবারও তিনি চলচ্চিত্রে নিয়মিত হতে পারেন বলে আশ্বাস দিয়েছিলেন।



 

Show all comments
  • morshed ৬ নভেম্বর, ২০১৮, ৮:৪৩ পিএম says : 0
    sabana ........ hoya galo buji..r kono doler vote chokha porlo na ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবানা

৩১ জানুয়ারি, ২০২০
২০ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ